
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান বলেন, “গণভোট ২০২৬—সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশ ও জনগণের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। তাই তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ইউএনও আরও বলেন, ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে জেল ও জরিমানার বিধান রয়েছে।
সভায় গণভোট এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের নিয়ম-কানুন বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও ও ব্যাংক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসীমউদ্দীন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমক পদ রায় প্রমুখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩