প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৮:০০ পি.এম
অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট, নিয়মিত মামলা ও ট্রাক জব্দ

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়মিত মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের রামপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ০৫ জন ব্যক্তিকে বিবাদী করে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০১০” এর ১৩ ধারায় চৌদ্দগ্রাম মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত মাটি ভর্তি ০২টি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক দুইটির বিষয়ে উপযুক্ত আদালতের নির্দেশনা অনুযায়ী নিলাম বা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্টটি পরিচালনা করেন। অভিযানে চৌদ্দগ্রাম পৌরসভার একটি টিম ও চৌদ্দগ্রাম থানার একটি টিম সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩