শেফাইল উদ্দন
কক্সবাজারের ঈদগাঁও বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, পুরো বাজার এলাকায় ড্রেনের ওপর ভাসমান ব্যবসা বন্ধ, বাস স্টেশনভিত্তিক আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, দোকানের সামনে ফুটপাতে মালামাল বিক্রি বন্ধ, বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা চালু, পুলিশি নজরদারি বৃদ্ধি এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফেজ তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম. আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু ও সাধারণ সদস্য গিয়াস উদ্দিন।
সভায় সংগঠনের বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ, তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ, অনলাইন প্রেসক্লাবের নিজস্ব অফিস স্থাপন এবং নতুন সদস্য ভর্তির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সদস্য যাচাই-বাছাই সাপেক্ষে প্রতিবেদন ও সুপারিশ প্রদানের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—
১) হাফেজ তৈয়ব জালাল
২) এম. আবু হেনা সাগর
৩) নাছির উদ্দিন পিন্টু
এছাড়া প্রেসক্লাবের অফিসের সম্ভাব্য স্থান নির্বাচন ও নির্ধারণের জন্য আরও একটি ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটিতে রয়েছেন—
১) হাফেজ তৈয়ব জালাল
২) শেফাইল উদ্দিন
৩) বশিরুজ্জামান
সভায় সংগঠনের পক্ষ থেকে জাতীয় ও ধর্মীয় দিবসসমূহ উদযাপন, সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, বার্ষিক আনন্দ ভ্রমণ, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন, পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ, বৃক্ষরোপণ অভিযান এবং দুর্যোগকালে মানবিক কার্যক্রম পরিচালনাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে নিবেদিত। উন্নয়ন সাংবাদিকতায় আরও মনোযোগী হতে হবে। পেশাগত দায়িত্ব পালনে পূর্ণ পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩