
কুমিল্লার লালমাই উপজেলার ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মিজানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রাতের অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মিজান আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়,
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক ও সজাগ রয়েছে।গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩