

বৈষম্যহীন নবম পে-স্কেল থেকে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারনের ১'দফা দাবী আদায় বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রতিকী অনশন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (১৬জানুয়ারী-২০২৬খ্রি.) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা প্রেসক্লাব চত্বরে রেলওয়ে সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ প্রতিকী অনশন কর্মসূচী পালিত হয়।
রেলওয়ে সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ এর নেতারা বলেন-দ্রব্যমুল্যের উর্ধ্বগতি বাসাভাড়া বৃদ্ধিতে কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে।
বেতন স্কেল বৃদ্ধি না করলে ছেলে মেয়ের লেখাপড়াসহ সংসার চালানো দুর্বিসহ হয়ে পড়ছে। তাই বৈষম্যহীন নবম পে-স্কেল ১ জানুয়ারি-২০২৬ খ্রি. থেকে সর্বনিম্ন ৩৫'হাজার টাকা বেতন স্কেল নিধার্ণের ১দফা দাবী আদায় বাস্তবায়ন করা জরুরী হয়ে পড়েছে বলে উল্লেখ করেন । বক্তারা আরো বলেন - আমাদের এই দাবী না মানলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ সময় রেলকর্মচারী-মো. আব্দুল কুদ্দুস এঁর সভাপতিত্ব বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে স্টেশন রায়পুর, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন, ট্রেন সহকারী মো. হাফিজুল ইসলাম বাংলাদেশ রেলওয়ে স্টেশন সয়দাবাদ, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান, এসএম মো. রেজাউল করিম ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. আব্দুল হালিম সহ অন্যান্য কর্মচারীরা এই প্রতিকী অনশনে অংশ গ্রহণ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩