

সিরাজগঞ্জে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন (বিওএ) এর উদ্যোগে- শীতার্ত দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ।
শুক্রবার (১৬ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি শীতার্ত অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেন এবং সমাজের সকল সামর্থ্যবানদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ন-সচিব ও বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জের আহবায়ক-এ কেএম হাফিজুল্লাহ খান লিটন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বিসিএস কর্মকর্তারা সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে'র অর্থনীতি বিভাগ এর সহযোগী অধ্যাপক, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।
এসময়ে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ শামিম হাসান, বিদ্যালয় পরিদর্শক, রাজশাহী শিক্ষা বোর্ডসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩