মানবতার সেবায় ব্রাক এই দায়বদ্ধতার স্থান থেকে অদ্য ১৫/০১/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার যথাক্রমে দৌলতপুর ১ ও দৌলতপুর ২
এলাকা অফিসে ওয়েস্ট ২ ডিভিশনের কুষ্টিয়া ২ অঞ্চলের দৌলতপুর এলাকায় শীতার্থ অসহায় গরিব-দুঃখী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিসাপেক্ষে অত্র উপজেলার এক্সিলেন্ট মহোদয় প্রদীপ কুমার দাস, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক কুষ্টিয়ার ২ বোরহান উদ্দিন, এলাকাবস্থাপক মো:হেলাল উদ্দিন মন্ডল (দাবি),শামীম আহমেদ (দাবি), রতন কুমার সাহা (প্রগতি), মিল্টন হোসেন (প্রগতি), বি ডি ইউ শামীম আহমেদ ও সকল কর্মসূচির আপা ও ভাইগণ ।
কম্বল হাতে পেয়ে দৌলতপুর এলাকার শীতার্থ অসহায় হাত বাড়িয়ে দেব। ধন্যবাদ।