
কলয় (বিএলস্কুল) এর সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ মেহেদী হাসান রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) নির্বাচিত হন ।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬খ্রি. শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) ইভেন্টে অংশগ্রহণ করে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। সিরাজগঞ্জর ঐতিহ্যবাহী বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ মেহেদী হাসান। গত ১২ জানুয়ারি-২০২৬ খ্রি. জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বারোটি ক্যাটোগরিতে নম্বর প্রদান করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষককে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের জেলা কমিটি। মোঃ মেহেদী হাসান ১০০ নম্বরের মধ্যে ৯১ নম্বর পেয়ে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) হওয়ার গৌরব অর্জন করেন।
সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয় নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক (বিদ্যালয়) মোঃ মেহেদী হাসানকে। এরপর তিনি গতকাল (১৫ জানুয়ারি-২০২৬ খ্রি.) বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) হওয়ার গৌরব অর্জন করেছেন। মোঃ মেহেদী হাসান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তার ও জোসনা খাতুনের প্রথম সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ২০০৭ খ্রি. প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও ২০০৮খ্রি. প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর (ইংরেজি) ডিগ্রি অর্জন করেন।
এছাড়া, তিনি ২০১৮খ্রি. পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে পেশাগত ডিগ্রি বিএড অর্জন করেন।
নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) মোঃ মেহেদী হাসানের এমন সাফল্যে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উচ্ছ্বসিত। মেহেদী হাসান বলেন, এমন সাফল্যের জন্য আমি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল্যাহ আল মামুন স্যারের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি। তিনি বলেন, প্রধান শিক্ষক স্যারের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা না পেলে আমার জন্য এমন বিজয় অর্জন করা সম্ভব হতো না।
পাশাপাশি তিনি ধন্যবাদ জানান বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) জনাব প্রীতিশ কুমার কুণ্ডু, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মো. আব্দুস সাত্তার স্যার খাঁন, দিবা শাখার সিনিয়র শিক্ষক জনাব মহসীন নূরী-সহ সকল সহকর্মী, শিক্ষার্থী ও কর্মচারীকে।
তিনি বলেন, আমার এই সাফল্য আমার শিক্ষকতা পেশার দায়িত্বকে আরো বাড়িয়ে দিলো এবং আমি চেষ্টা করবো শিক্ষার্থীদের সার্বিক উৎকর্ষ সাধনের।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩