আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসা’র ছাত্র হাফেজ রাহিমুল ইসলাম কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়জিত দেশব্যাপি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫-২০২৬ এ অংশগ্রহণ করে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি-২০২৬) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ শহরের পৌর মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মুফতি মোঃ রুহুল আমীন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা’র প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মওলানা মুফতি রুহুল আমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল ইসলাম এঁর হাতে সন্মাননা স্মারক তুলে দেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, তাহফিজুল কুরআন মডেল মাদরাসার ছাত্র সিরাজগঞ্জের কৃতিসন্তান মোঃ রাহিমুল ইসলাম সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমরা গর্বিত। আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের অত্যন্ত ভালবাসতেন এবং সম্মান করতেন। আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী,কোরআনকে ভালবাসি।
আজকে যে ছেলেটিকে সংবর্ধনা দেওয়া হলো ছেলেটি এতিম,এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ খুশী হন, তাই রাহিমুল ইসলামের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমার নেতা জনাব তারেক রহমান নিজেও একজন এতিম। তারেক রহমানের মা নেই,বাবা নেই,ভাই নেই।সব হারিয়ে তিনি আজ এতিম। তাই আপনারা তাহার প্রতি খেয়াল রাখবেন। আমি নিজেও মা বাবা হারা একজন এতিম,আপনারা আমার জন্য দোয়া করবেন, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন।
এসময়ে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হাজী মোঃ আব্দুল কাদের, লিটন সাহা, একাব্বর আলী আকবর পরিচালক ,আবু সাইদ, জুড়ান সরকার, এস. এম তানভীর মাহমুদ পলাশ, মোঃ নজরুল ইসলাম, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শরিফুল ইসলাম আলামিন- মোঃ জাহিদুল ইসলাম লিটু, মোঃ আনোয়ার হোসেন তালুকদার, মোঃ নুরুল হক,
মোঃ আলতাফ হোসেন, মোঃ জুয়েল রানা, সহ- মালসাপাড়া কবরস্থান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুরন্নবী, ইসলামী আন্দোলনের মুফতি মুহিবুল্লাহ মুহিব, জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসি,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার সহকারী পরিচালক ও নায়েবে মুহতামিম মুফতি রাশেদুল ইসলাম, শিক্ষা সচিব অত্র মাদ্রাসা হযরত মাওঃ জিয়াউল হক, তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা সহকারী শিক্ষক কারী হযরত মাওলানা আবু বকর, শিক্ষক আব্দুর রহিম শিক্ষক হাফেজ কারী হারুনুর রশিদ শিক্ষক মাস্টার সুমন আহমেদ, শিক্ষক মাস্টার ইসমাইল হোসেন সহ সহ -শিক্ষক মন্ডলী কর্মকর্তা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সামাদ খান,। অনুষ্ঠান পরিশেষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ইনসাফ শিল্পীগোষ্ঠী।