
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা ছাত্রদলের ৭৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইবনে সিনা চৌধুরী নাইস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
ছাত্র রাজনীতিতে ইবনে সিনা চৌধুরী নাইস একজন পরিচিত ও পরীক্ষিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে সক্রিয় থেকে সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে করোনাকালীন সংকটময় সময়ে তার মানবিক ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়। সে সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং শীতকালে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ একাধিক মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেন।
করোনার ভয়াবহ সময়ে যখন অনেকেই ঘরে বন্দি, তখন ইবনে সিনা চৌধুরী নাইস মাঠে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ান—এই বিষয়টি তাকে স্থানীয় ছাত্র ও যুব সমাজের কাছে আলাদা গ্রহণযোগ্যতা এনে দেয়। মানবিক রাজনীতির এই ধারাবাহিকতাই তার নেতৃত্বকে আরও শক্ত ভিত্তি দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ উদ্দীন অপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামশেদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মোবারক বিন মাহি। যুগ্ম আহ্বায়ক পদে ইবনে সিনা চৌধুরী নাইস ছাড়াও রয়েছেন—তারেকুর রহমান জনি, দেলোয়ার হোসেন হেলাল, মাওলানা আল আমিন হোসেন, শহিদুল হক সজিব, এস এম এনায়েত ফাহিম, মোঃ মঈন উদ্দীন রিয়াদ, আহাম্মেদ সিদ্দিক ইভান, ওসমান গণি, আব্দুর রহমান ফরহাদ, আয়মুন খান, মারুফ আহমেদ আকিব, মোঃ মোস্তফা আলম ও মোঃ আরিফ।
এছাড়া কমিটিতে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন মোঃ ফারুক, মোঃ ইরফান ইলাহী, সাদমান চৌধুরী, সাখাওয়াত হোসেন, মহিন টিপু, এনায়েত উল্লাহ চিসতি, মোহাম্মদ রাজু, মোঃ ইলিয়াস ও নাফিজুর ইসলাম রাজু।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইবনে সিনা চৌধুরী নাইস বলেন, “ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতেও শিক্ষার্থীদের অধিকার, মানবিক কার্যক্রম ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করে যেতে চাই।”
তার সক্রিয়তা, মানবিক ভাবনা ও সংগঠক হিসেবে অভিজ্ঞতার মাধ্যমে বাকলিয়া থানা ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩