শিরোনাম
ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

নাঙ্গলকোটে অবৈধভাবে ঠান্ডাকালি মেলা, আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেদকের নাম / ২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সরকারি অনুমোদন ছাড়াই ঐতিহ্যবাহী ঠান্ডাকালি মেলা আয়োজনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, প্রতিবছর ১লা মাঘ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোগরা এলাকায় জেলা প্রশাসনের অনুমোদন ও ইজারার মাধ্যমে ঠান্ডাকালি মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে চলতি বছর নির্বাচনসহ নানা কারণে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ মেলার জন্য কোনো ইজারা প্রদান করা হয়নি। ফলে এবছর মেলা আয়োজনের কোনো সরকারি বৈধতা নেই।

স্থানীয় সূত্রে অভিযোগ, অনুমোদনহীনভাবে আয়োজিত এ মেলায় মদ, জুয়া ও বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। পাশাপাশি কোনো ধরনের অঘটন ঘটলে এর দায়ভার কে নেবে—তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এলাকাবাসীর ভাষ্য, মেলা উপলক্ষে বহিরাগত লোকজনের আনাগোনা বাড়ছে, যা নারী ও শিশুদের নিরাপত্তা এবং জানমালের ঝুঁকি তৈরি করছে। অবৈধ মেলা বন্ধ না হলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে আয়োজিত এ মেলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর