উপজেলা প্রতিনিধি,ঈদগাঁও কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁওতে ১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদগাঁও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে দুপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেয়া হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মোঃ আবু তাহের। তিনি বলেন, উপজেলা প্রশাসন এলাকার অসহায় ও দরিদ্রদের সন্নিকটে আসতে পেরে আমরা অত্যন্ত ধন্য।
এলাকাবাসীর প্রয়োজনে আমরা সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছি। সমাজের সচেতন মহলের পরামর্শে এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই। সীমিত সাধ্যের মধ্যেও এলাকাবাসীর কিছুটা হলেও উপকার করতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাগত বক্তব্য দেন ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রিয় এলাকাবাসীর সান্নিধ্যে আসতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও এ ক্লাবের পক্ষ থেকে যতটুকু সম্ভব এলাকাবাসীর সহযোগিতায় এগিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঈদগাঁওর সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিন, ঈদগাহ মেডিকেল সেন্টারের মার্কেটিং অফিসার কামাল পাশা, ঈদগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল করিম গুননুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের পরিচালনায প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ তৈয়ব জালাল, সহ-সভাপতি এম, শফিউল আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, অর্থ সম্পাদক এম, ছরওয়ার সিফা প্রমুখ।
উপকারভোগীদের মধ্যে ছিলেন বৃহত্তর ঈদগাঁও এলাকার অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল পরিবার।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩