
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোনায়েমশাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে বিশেষ ভূমিকা, শতভাগ উপস্থিতি ও ভালো ফলাফল নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
স্থানীয় শিক্ষা প্রশাসন সূত্রে জানা যায়, মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে মোনায়েমশাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরও সুসংহত হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পরীক্ষার ফলাফলে উন্নতি এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের ইতিবাচক পরিবর্তন প্রশংসিত হয়েছে সর্বমহলে।
এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মেসবাহ উদ্দিন আহমেদ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন,
“এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি চেষ্টা করবো শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে।”
উল্লেখ্য, উপজেলা শিক্ষা প্রশাসনের উদ্যোগে প্রতি বছর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩