বগুড়া গাবতলীতে বাড়ীর সীমানার বিরোধ সংঘর্ষে নিহত-১, আহত-৪
স্টাফ রিপোর্টার,ইঞ্জিনের সাব্বির হাসান।
: বগুড়া গাবতলীতে বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও ৪জন।
ঘটনাটি ঘটেছে ১২জানুয়ারি সোমবার রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে। তথ্যসূত্র জানা যায় জাতহলিদা মধ্যপাড়া গ্রামের আতাউর রহমানের সাথে প্রতিবেশির বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল সোমবার সন্ধ্যারাতে পরিকল্পিতভাবে আতাউর রহমানের বাড়ীতে হা ম লা চালায় প্রতিপক্ষরা। ধা রালো অ স্ত্রে একই পরিবারের ৫জনকে কু পি য়ে জ খ ম করা হয়। আ হত দের গাবতলী হা সপাতা লে ভর্তি করালে কর্তব্যরত চি কিৎক আবু বক্কর সিদ্দিক (৫৫) কে মৃ ত ঘোষণা করেন। মৃ ত আবু বক্কর জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃ ত আঃ সাত্তারের ছেলে।
অন্যান্য গুরুতর আ হ তরা হলো, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের আতাউর রহমান (৫৬) ও তার দুই মেয়ে শিপা (২৬) ও বৃষ্টি (১৬), ছোট ভাইবউ জেমি আকতার (৪০)। স্থানীয়রা জানায়, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের বুলুর ছেলে মন্টু ও হাফিজারের ছেলে বাবুলের সাথে আতাউর রহমানের সাথে বসতবাড়ীর সীমানা জায়গা নিয়ে বিরোধ ছিল। এ ব্যাপারে গাবতলী মডেল থা নার ওসি আনিছুর রহমান আনিছ বলেন, বাড়ীর সিমানার জায়গা নিয়ে দুপক্ষের সং ঘ র্ষে একজন মা রা গেছে। অন্যান্যরা হা সপাতা লে চি কিৎসা ধীন রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩