প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৯:২০ এ.এম
বাংলাদেশের ভেতরে আরাকান আর্মির গুলি, আহত শিশু আইসিইউতে

বার্তা বিভাগ:
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।
আহত হুজাইফা আফনান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যরা জানান, টেকনাফ থানাধীন হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় অবস্থানকালে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে হুজাইফা গুরুতর আহত হয়। প্রথমে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, শিশুটির অবস্থা সংকটাপন্ন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।"
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩