
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক, বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং দরিদ্র, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৮নং ওয়াডের বহুতী পূর্বপাড়া গ্রামে এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮নং ওর্য়াড বিএনপির উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু। তিনি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় আমরা আজ দোয়া মাহফিলের আয়োজন করেছি। পাশাপাশি শীতার্ত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতিরই অংশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ। তিনি বলেন, দেশের এই দুঃসময়ে দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ মতিউর রহমান আকন্দ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, ৪নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা এবং সাবেক সাধারণ সম্পাদক মো. নুর আলম মুন্সি। তারা সবাই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দলের চলমান আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজামাল আকন্দ। সভাপতির বক্তব্যে জয়নাল আবেদিন মন্টু বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। বিএনপি মানুষের পাশে থেকে রাজনীতি করে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ছাড়াও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় দরিদ্র, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩