প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ১:৪৯ পি.এম
বিশ্বম্ভরপুরে ৫১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—সাদিকুর রহমান (৩০), আতিকুর রহমান (২৬) ও জিয়াউর রহমান (২২)। তারা সবাই সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পুরান মুক্তিখলা গ্রামের বাসিন্দা এবং পিতা আব্দুল বারিক।
থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, বিশ্বম্ভরপুর থানা-এর দিকনির্দেশনায় এএসআই আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পলাশ ইউনিয়নের পুরান মুক্তিখলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্তদের বসতবাড়ির সামনে থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১১, তারিখ-১০ জানুয়ারি ২০২৬ খ্রি.।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩