
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও বাউসা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ গ্রাম আদালত সবিতকরণ-৩য় পর্যায় প্রকার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমন্বয়কারী গ্ৰাম আদালত প্রকল্পের পরিতোষ চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি।
এ সময় উপস্থিত ছিলেন, আড়ানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান সহ স্থানীয় জনগন।
উঠান বৈঠকে, জন সচেতনাতা বৃদ্ধি, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় কতৃপক্ষকে আরো সক্রিয় করে তোলা এবং গ্রাম আদালতকে কার্যকরী করণের মাধ্যমে জন সাধরনকে আইনি সহায়তা প্রদান করা, স্বচ্ছ ও সাশ্রয়ী পদ্ধতিতে বিভিন্ন বিরোধ মিমাংশা ও প্রতিকার সহ দরিদ্র অসহায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা সহ বিভিন্ন আইনি সহায়তা নিয়ে আলোকপাত করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩