
পঞ্চগড় জেলার সদর থানার ২টি হত্যা মামলার আসামী সিংগাইর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় জেলার সদর থানার কায়েতপাড়া হফিজাবাদ গ্রামের মৃত.মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ(৩৫) ও একই এলাকার দর্জিপাড়া গ্রামের শাহিনুর ইসলাম(৪২)।
র্যাব সূত্রে জানাযায়, গত বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় সদর থানার হত্যা মামলার দু,জন আসামী গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াত। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার বিকেলে উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩