শিরোনাম
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দুঃশাসনের অবসান: ১১ দলীয় ঐক্যের বিজয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারী ২০২৬,রবিবার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ‍্য দিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে বুধবার (৭ ই জানুয়ারী) পূর্ব লণ্ডনের প্রিন্সলেট স্ট্রীটস্থ প্রেস ক্লাব অফিসে নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন পদে নির্বাচন করার জন্য নমিনেশন দাখিল করা হয়েছে ।লন্ডনে ছেঁকে আইবিএননিউজকে এ সংবাদ পাঠিয়েছেন কেএম আবু তাহের চৌধুরী ।

প্রেস ক্লাবের কার্যকরী কমিটির ১৫টি পদের জন‍্য ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার সায়েম -সালেহ – হান্নান ও তারেক-আকরাম-শাহনাজ অ্যালায়েন্স পক্ষ হয়ে নমিনেশন দিয়েছেন ৩০ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদে নমিনেশন জমা দিয়েছেন আহাদ চৌধুরী বাবু। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করছেন সলিসিটর মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করছেন কমিউনিটি নেতা প্রফেসর শাহগীর বখত ফারুক ও শিক্ষক সিরাজুল বাসিত চৌধুরী।

এ বছর সাঈম-সালেহ-হান্নান পরিষদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সভাপতি পদে সাঈম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি পদে সালাউদ্দিন শাহিন, সেক্রেটারি পদে সালেহ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আব্দুল কাদের মুরাদ, ট্রেজারার পদে মোঃ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট ট্রেজারার-এখলাছুর রহমান পাক্কু,ট্রেনিং এবং অর্গানাইজিং সেক্রেটারি-আফজাল হোসাইন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি-মো: আব্দুস সাত্তার মিশু,ইভেন্ট এবং ফেসিলিটিস সেক্রেটারি-ড আনিসুর রহমান,ইসি মেম্বার-মো: সারোয়ার হোসেন, ফারজানা চৌধুরী, লোকমান হোসাইন কাজী, সৈয়দ রুম্মান, ফজলে রহমান পিনাক।

তারেক-আকরাম-শাহনাজ পরিষদের হয়ে প্রতিদ্বন্ধিতা করছেন সভাপতি পদে সভাপতি-বারিষ্টার তারেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে -তাইসির মাহমুদ, সহ-সভাপতি পদে -রেজাউল করিম মৃধা,জেনারেল সেক্রেটারি পদে -আকরামুল হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে -জাকির হোসেন কয়েস, ট্রেজারার পদে -শাহনাজ সুলতানা, এসিস্ট্যান্ট ট্রেজারার পদে – ইব্রাহিম খলিল,ট্রেনিং এবং অর্গানাইজিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে ফয়সল মাহমুদ,
ইভেন্ট এবং ফেসিলিটিস সেক্রেটারি-রুপি আমিন,
ইসি মেম্বার-সাহিদুর রহমান সোহেল, এনামুল হক চৌধুরী, হাসনাত চৌধুরী, মোহাম্মদ সাজু আহম্মেদ ও মোহাম্মদ আবু তালেব। ৯ জানুয়ারী প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ দিন এবং ২৫ জানুয়ারী ২০২৬ইং হবে বহু প্রত‍্যাশিত নির্বাচন ।

উল্লেখ‍্য -এ বছর লণ্ডন বাংলা প্রেস ক্লাবের তিন শতাধিক সদস‍্য নির্বাচনে ভোটাধিকারে প্রয়োগ করবেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর