সিরাজগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে- সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র উদ্যোগে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ জানুয়ারি-২০২৬ খ্রি.) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি ভবনের আব্দুল্লাহ- আল-মাহমুদ লাইব্রেরী মিলনায়তনে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র সভাপতি, জেলা বিএনপি’র আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাকিল মোঃ শরিফুর হায়দার (রফিক সরকার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাবেক মন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরকার, জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ সহ বিএনপির নেতৃবৃন্দ সহ আইনজীবী এবংআইনজীবী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।