মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে চক্রের দুই জনকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) অপরজন একই উপজেলার কাশিনাথপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সময় ২.৩০ মিনিটে তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি'র উপ-পুলিশ কমিশনার বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে যে, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্নভাবে জাল-জালিয়াতির চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিদ্বয় অপরাধ স্বীকার করে বলেন, ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে সেখানে তারা অবস্থান করছিলো। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে ইতিমধ্যেই তাদের কাছ থেকে প্রশ্নফাঁসের গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র পেয়েছি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩