চট্টগ্রাম – ১৪ ( চন্দনাইশ আংশিক সাতকানিয়া ) আসনের বিএনপির প্রার্থী জসীম উদ্দীনের মনোনয়ন বৈধ
জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক
/ ৬২
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট :
শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
নিউজটি শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী জসীম উদ্দীন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার এই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন।
যাচাই প্রক্রিয়ায় প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা ও জটিলতা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে পুনরায় যাচাই শেষে কয়েক ঘন্টা পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।