আজিজুর রহমানমুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি, ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও তা বিক্রি করার দায়ে সিরাজগঞ্জের ৫টি প্রতিষ্ঠানে ১'লাখ ৭৮'হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সিরাজগঞ্জ শহরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন এই অভিযান চালায়।
বুধবার (৭জানুয়ারি-২০২৬ খি.) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হলো- সিরাজগঞ্জ শহরের "ভাই ভাই আমের আড়ত", "স্মরণ ট্রেডার্স", "মানিকদত্ত গুড় ভান্ডার", "জলিল হোটেল" এবং ফুডকেয়ার প্লাস রেষ্টুরেন্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫'টি দোকান মালিককে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরণের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানা যায়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩