মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মছদ আলী ফকির ফুটবল একাদশের আয়োজনে অনুষ্ঠিত চতুর্থবারের মতো নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল বাঁশখালীর ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের খুপিয়া ডোংরা এলাকায় অনুষ্ঠিত এই ম্যাচে এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি দেখতে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাশেদ। উদ্বোধক হিসেবে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. লিয়াকতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।
প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় বাঁশখালীর দুই শক্তিশালী ফুটবল দল—বন্ধু মহল ফুটবল একাদশ ও স্বপ্ন সিটি ফুটবল একাদশ। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক খেলায় মাঠ মাতিয়ে তোলে।
নির্ধারিত সময়ের খেলা শেষে বন্ধু মহল ফুটবল একাদশ প্রতিপক্ষ স্বপ্ন সিটি ফুটবল একাদশকে ৪–১ গোলে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় অর্জন করে।
ম্যাচটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক মোহাম্মদ রিয়াদ। তাকে সহায়তা করেন সহকারী রেফারি মো. সাকিব ও মো. আরমান।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথ দেখায়। তারা ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।