রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইরে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডিলার পয়েন্ট ও এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(৭ জানুয়ারী) বিকেলে সিংগাইর পৌর শহরের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় মোহাম্মদ সেলিমের মালিকানাধীন মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী ভাসমান দোকানগুলোকে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় এমন অনিয়মের সঙ্গে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এছাড়া একই দিনে বলধারা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩