মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীর পবা থানার পুলিশ অভিযান চালিয়ে একটি পেয়ারা বাগান থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আব্দুল মাজেদ (৪৫)। তিনি পবা থানার দুর্গা পারিলা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই এটিএম আশিকুল ইসলাম ও তাঁর নেতৃত্বাধীন একটি টিম ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার দুর্গা পারিলা এলাকায় অবস্থিত আব্দুল মাজেদের মালিকানাধীন একটি পেয়ারা বাগানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাগানের ভেতর থেকে ডালপালাসহ আনুমানিক সাড়ে ৯ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই মাজেদকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাছটি রোপণ করেছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।