আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় বিভিন্ন ব্লকে চলমান শৈতপ্রবাহে বোরো ধানের বীজতলা ও অন্যান্য রবি ফসলের যত্ন ও পরিচর্যায় করনীয় বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে -
মঙ্গলবার (৬জানুয়ারি-২০২৬খ্রি.) কামারখন্দ উপজেলার ঝাঐল, পাইকশা, রসুলপুর, মধ্যভদ্রঘাট প্রভৃতি ব্লকে কৃষকদের সাথে এই মতবিনিময় সভা ও উঠোন বৈঠক মতবিনিময় সভায়-কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার তাসলিম হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এস, এম, আতোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আরও উপস্থিত কর্মকর্তারা জানান চলমান শৈতপ্রবাহে বোরো ধানের চারাগাছ হলুদ হয়ে যেতে পারে, চারাগাছ দূর্বল ও লাল হয়ে কোল্ড ইনজুরিতে ধানের চারা মারা যেতে পারে। তাই চারাগাছ হলুদ হয়ে গেলে প্রতি শতাংশে ২৮০ গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এরপরও গাছ সবুজ না হলে প্রতি শতকে ৪০০ গ্রাম করে জিপসাম ব্যাবহার করতে হবে। তাছাড়া ঠান্ডা আবহাওয়ার কারণে বোরো ধানের চারা পোড়া রোগ দেখা দিতে পারে। রোগ দেখা দিলে এ্যাজোক্সিস্ট্রবিন অথবা পাইরাক্লোস্ট্রবিন গ্রুপের ছত্রাক নাশক স্প্রে করতে হবে। অতিরিক্ত ঠান্ডার সময় বোরো ধানের বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে বিকাল ৩ টা হতে পরদিন সকাল ১০ টা পর্যন্ত ঢেকে রাখতে হবে। পরদিন সকালে চারার উপর জমাকৃত শিশির লাঠি/ রশির সাহায্যে ঝরিয়ে দিতে হবে৷ বক্তারা এসময় সরিষা, আলু, ডালজাতীয়সহ বিভিন্ন রবি ফসলের যত্ন ও পরিচর্যায় এ সময়ে কী করনীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পাশ্ববর্তী বোরোধানের বীজতলায় কৃষকদের নিয়ে গিয়ে সরেজমিনে বীজতলার পরিচর্যার বিষয়ে হাতে কলমে অর্থাৎ ব্যবহারিক ধারণা দেন। উপজেলা কৃষি অফিসার জনাব রতন চন্দ্র বর্মন বলেন কৃষি ও কৃষকের স্বার্থে এই ধরনের উঠোন বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে কৃষকদের পরামর্শ সেবাদানের এই কার্যক্রম চলমান থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩