রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মানিকগঞ্জে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐক্য ধরে রাখতে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিঙ্গাইর উপজেলার খান বানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসব কমিটির আয়োজনে খেলার মাঠ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা শফিকুল আলম চন্দন, ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খান, নূরে জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয়, আজিম খান, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, অতিথি আপ্যায়ণ কমিটির সভাপতি মুরাদ হোসেন খানসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার ইউনিটি (টিআরইউ) মানিকগঞ্জের সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফ লিটন, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লাসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
টুর্নামেন্টের উদ্বোধন করা হবে আগামী ১০ জানুয়ারি। ৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ী দলের পুরস্কার হিসেবে থাকছে ১৫৫ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং রানার-আপ দলের জন্য থাকবে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।