রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যাগ ভর্তি আমেরিকার ডলার দেখিয়ে দুই লক্ষ্য টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তামাই কুঠিপাড়া গ্রামের মোঃ মতিয়ার হোসেন, আব্দুল খালেক ও মোঃ ওহাব আলীর বিরুদ্ধে।
প্রতারিত ভুক্তভোগী মো: সিজান অভিযোগ করে বলেন, প্রতারক মোঃ মতিয়ার হোসেন তামাই কুঠিপাড়া গ্রামের মৃত দারাছ প্রামানিকের ছেলে ও তামাই কুঠিপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ ওহাব আলী, ও আব্দুল খালেক।
সিজান আরও জানায়, এখানে আসার কয়েক মাস আগে আমি মোঃ ওহাব আলীর নাম মোঃ স্বপন আর মোঃ মতিয়ার হোসেনের নাম আবু বক্কর হিসেবে জানি। কিন্তু এখানে এসে দেখতে পাই আমার কাছে তাদের আসল নাম লুকিয়ে অন্য নামে পরিচয় দিয়ে আমার সাথে প্রতারণা করেছে।
অন্যদিকে ভুক্তভোগী ব্যাক্তি মুন্সিগঞ্জ জেলার লোহজন থানার শিমুলিয়া গ্রামের মোঃ শাজাহান গাজীর ছেলে মোঃ সিজান গাজী ও সিজানের মা ঘটনাচক্রে তার সাথে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ওহাব আলী ও মোঃ মতিয়ার হোসেন,ও আব্দুল খালেক দীর্ঘদিন ঢাকা মুন্সিগঞ্জ জেলার লোহজন থানার শিমুলিয়া গ্রামে মোঃ সিজানের মামার বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ করতো, সেই সুবাদে সিজানের সাথে তাদের পরিচয় হয়েছে। কিছুদিন আগে ওহাব আলী সিজানকে বলে আমার নিকট কিছু আমেরিকার ডলার আছে সেগুলো আমি ভাঙ্গাইতে পারছিনা ডলার গুলো ভাঙ্গিয়ে দিলে আমার অনেক উপকার হতো, এই বলে ওহাব আলী সিজানকে ১৮ ডলার দিয়ে ভাঙ্গিয়ে আনতে বলে, প্রথমে সিজান তাকে অবিশ্বাস করে বলে আপনার কাছে আবার কিশের ডলার আছে? করেন মিয়া রাজমিস্ত্রীর কাজ আবার ডলারের স্বপ্ন দেখেন, এগুলো মিয়া জালটাকা এই টাকা নিয়ে ব্যাংকে গেলে পুলিশে ধরবে, কিন্তু ওহাব আলী অনুরোধ করে সিজানকে বলে আসলেই এগুলো আসল ডলার, তারপর সিজান ওহাবের কথা বিশ্বাস করে ব্যাংকে গেলে ডলার গুলো ভাঙ্গাতে সক্ষম হয়। তার কিছুদিন পর আবার ওহাব আলী সিজানকে বলে আমার নিকট এক ব্যাগ আমেরিকার ডলার আছে, আমি এগুলো কম দামে বিক্রি করতে চাই, আলোচনার একপর্যায়ে ওহাব আলী সিজানকে এক ব্যাগ ডলার ৪ লক্ষ্য টাকায় বিক্রি করবে বলে জানায়। তারপর সিজান কিছু লাভের আশায় সেই ডলার কিনবে বলে তার মায়ের নিকট ৪ লক্ষ্য টাকা চায়, এঘটনা শুনে তার মা বলে আমার নিকট ৪ লক্ষ্য টাকা নেই ২ লক্ষ্য টাকা আছে। কিন্তু টাকার পরিমান বেশি হওয়ায় সিজানের মা তাকে টাকা হাতে না দিয়ে সে নিজেই সিজানের সাথে মুন্সিগঞ্জ থেকে চলে আসে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড তামাই কুঠিপাড়া গ্রামের মোঃ ওহাব আলীর ভগ্নিপতি মোঃ মতিয়ার হোসেনের বাড়ীতে। সেখানে এসে ওহাব আলীর ঘরে থাকা ব্যাগ ভর্তি আমেরিকার ডলার দেখায় ওহাব আলী ও মতিয়ার হোসেন। তারপর ওহাব আলী ও মতিয়ার হোসেনের হাতে ২ লক্ষ্য টাকা তুলে দেয় সিজান ও সিজানের মা। এসময় মতিয়ার হোসেন টাকা নিয়ে সরে যায়, মতিয়ার হোসেনের সাথে সাথে সিজান ও তার মা আগাইয়া আসলে সেই সুযোগে ওহাব আলী তার ঘর থেকে ডলারের ব্যাগ ভর্তি টাকা সরিয়ে ফেলে।
আর নগদ ২ লক্ষ্য টাকা হাতে নিয়েই নানা রকম তালবাহানা করে ওহাব আলী ও মতিয়ার। এঘটনা জানা জানি হলে এলাকাবাসীর নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় ওহাব আলীর, ওহাব আলী প্রথমে টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করে, পরে লোকজন নানা রকম জিজ্ঞাসাবাদ করলে তোপের মুখে পরে দুই লক্ষ্য টাকা নেওয়ার বিষয়ে স্বীকার করে ওহাব আলী।
ওহাব আলী জানায় টাকা আমার কাছে নেই, টাকা নিয়ে একজন চলে গেছে। আমি টাকা ফেরত দেবো আমাকে দুইদিন সময়দিন, এসময় অনেকেই সময় দিতে নারাজ, তারপরও গ্রামবাসির অনুরোধে তাকে দুইদিন সময় দিয়ে সিজান ও সিজানের মাকে গাড়ীতে তুলে দিয়ে ঢাকা মুন্সিগঞ্জে পাঠিয়ে দেয় এলাকাবাসী।
কিন্তু দুইদিন অতিবাহিত হওয়ার পর ওহাব আলী নানা রকম তালবাহানা ও গ্রামবাসীর সাথে কোন সাক্ষাৎ না করে সে এখন ঘা ডাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়।
এদিকে ভুক্তভোগী মোঃ সিজান টাকা না পেয়ে প্রতারক, ওহাব আলী, মতিয়ার হোসেন ও আব্দুল খালেক এর নাম উল্লেখ করে এই প্রতারক চক্রের সাথে জরিত আরও ৩/৪ জন কে অজ্ঞাত করে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩