শিরোনাম
৪ দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি: বিএনপি থেকে মাহাবুব মাস্টারের পদত্যাগ; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে- বহুলীতে বিএনপির নির্বাচনী পথসভা, নারীসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত — ধর্মব্যবসায়ী একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে- বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু *ওমানের শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ পাবেন বাংলাদেশ;* শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক! ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের।
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, তিন আসনে লড়াইয়ে থাকছেন ১৮ জন

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ: / ২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বড় ধরনের চমক এসেছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে। সাবেক সংসদ সদস্যসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।

 

এর আগে মানিকগঞ্জের তিনটি আসনে বিএনপির চারজন বিদ্রোহী প্রার্থীসহ মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে তিনটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

 

মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী এবং জনতা দলের প্রার্থী মো. শাহজাহান খানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান নোমান, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আব্দুল হক মোল্লা ও জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা সমর্থনকারী ভোটার তালিকা থেকে ১ শতাংশ ভোটারের তথ্য দ্বৈবচয়ন পদ্ধতিতে যাচাই করে অসত্য পাওয়া যাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

এ ছাড়া জনতা দলের প্রার্থী মো. শাহজাহান খান ও এবি পার্টির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্রে প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়। জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়ন বাতিলের কারণ হিসেবে ঋণখেলাপির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

মানিকগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী: বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর আবু বক্কর সিদ্দিক, গণঅধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াস হুসাইন, স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা, খেলাফত মজলিসের মো. হেদায়েতুল্লাহ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির দিলীপ কুমার দাশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খোরশেদ আলম।

 

মানিকগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী: বিএনপির মঈনুল ইসলাম খান, খেলাফত মজলিসের মুহাদ্দিস মুহাম্মদ সালাহ উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী।

 

মানিকগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী: বিএনপির আফরোজা খানম রিতা, গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল, জামায়াতে ইসলামীর মুহা. দেলওয়ার হোসাইন, জাসদের মো. শাহজাহান আলী, খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর, জাতীয় পার্টির (জেপি) মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাতীয় পার্টির আবুল বাশার বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সামসুদ্দিন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৭ জন মনোনয়নপত্র জমা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর