
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শ্মশানকান্দি এলাকায় অবাধে চলছে ফসলি জমির মাটি কেটে বিক্রির উৎসব। অভিযোগ উঠেছে, এক্সক্যাভেটর দিয়ে জমির উর্বর মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন ভরাট কাজে বিক্রি করছেন হুমায়ুন আহমেদ নামে এক অসাধু মাটি ব্যবসায়ী।
স্থানীয়দের দাবি, শাজাহানপুর উপজেলায় একটি শক্তিশালী মাটি ব্যবসায়ী চক্র সক্রিয় রয়েছে। তারা দরিদ্র কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে কিংবা আর্থিক সংকটকে পুঁজি করে ফসলি জমির মাটি কিনে নিচ্ছে। ফলে ৮ থেকে ১০ ফুট গভীর করে মাটি কাটার কারণে বহু কৃষিজমি ডোবায় পরিণত হয়েছে। এসব জমিতে ভবিষ্যতে আর ফসল উৎপাদন বা মাছ চাষ—কোনোটিই সম্ভব নয়।
গ্রামীণ সড়ক ধ্বংস, আবাদি জমির ব্যাপক ক্ষতি
কৃষিজমি থেকে কেটে নেওয়া মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে ভারী ট্রলি গাড়ি। এতে করে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়কগুলো দ্রুত খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। পাশাপাশি ট্রলির চাপে আশপাশের আবাদি জমিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দৃশ্য: রাতের আঁধারে মাটি কাটা
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, শ্মশানকান্দি গ্রামের সাবেক স্কুলশিক্ষক লুৎফর রহমানের ছেলে মো. হুমায়ুন আহমেদ রাতের আঁধারে এক্সক্যাভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটছেন। কেটে নেওয়া মাটি ট্রলিতে করে নিকটবর্তী ইটভাটায় পাঠানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, হুমায়ুন আহমেদ এলাকায় একজন প্রভাবশালী মাটি ব্যবসায়ী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই তিনি দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রভাবশালীর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অভিযুক্তের বক্তব্য মেলেনি, চেয়ারম্যানের অজ্ঞতা
এ বিষয়ে জানতে অভিযুক্ত হুমায়ুন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান বলেন, “মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারব।”
প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে
ফসলি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অবৈধ মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩