শিরোনাম
শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক! ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

কালাপুরে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে গণজোয়ার, উঠান বৈঠকে মানুষের ঢল; এগিয়ে জামায়াত প্রার্থী আব্দুর রব

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিনঃ / ৮৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে ক্রমেই সরব হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের উঠান বৈঠকে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনসমর্থন ও উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজদিহি পাহাড়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি পরিণত হয় জনসমাবেশে।

উঠান বৈঠকে বক্তারা বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক মানেই ন্যায়বিচার, ইনসাফ ও স্বচ্ছ নেতৃত্ব। আমরা এমন একজন প্রতিনিধিকে সংসদে পাঠাতে চাই, যিনি জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন।” বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের বঞ্চনা আর বৈষম্যের অবসান ঘটাতে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সুজন মিয়া এবং সঞ্চালনা করেন, মোঃ আব্দুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম কামরুল এবং কালাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলমগীর সরকার। তারা বলেন, তৃণমূলের মানুষের এই সাড়া প্রমাণ করে—জামায়াতের রাজনীতি ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, “জনগণই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, সংসদে গিয়ে এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরাই হবে তার মূল লক্ষ্য।

উঠান বৈঠক শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থী আব্দুর রব। এ সময় উপস্থিত জনতার উচ্ছ্বাস ও অংশগ্রহণে স্পষ্ট হয়ে ওঠে—কালাপুরসহ আশপাশের এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে জনমত ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর