মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহীঃ
রাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিম করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনী পরিবেশ এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়ন ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
মেজর মেজর (অব.) শরীফ উদ্দীন বলেন, মানুষ একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছে। গোদাগাড়ী–তানোর এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক মন্ত্রী ও তাঁর বড় ভাই মরহুম ব্যারিস্টার আমিনুল হক এ অঞ্চলের মানুষের কাছে আজও অত্যন্ত জনপ্রিয়। পাড়া-মহল্লায় ঘুরে তিনি নিজেই সেই ভালোবাসা ও সম্মান অনুভব করছেন। ছোট-বড় সবাই উন্নয়নের কথা বলতে গেলে এখনো মরহুম ব্যারিস্টার আমিনুল হকের নাম উচ্চারণ করেন এবং তাঁর কাজের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, এই এলাকায় নতুন করে উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। মানুষের জীবনমান উন্নয়নে করার মতো কাজের শেষ নেই। এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই তিনি এসব বাস্তবতা উপলব্ধি করছেন। আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়েও তিনি তার ভাবনার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব সিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু।
মতবিনিময়কালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন রাজশাহীর উন্নয়ন অগ্রগতি, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং সংস্কৃতি চর্চায় স্থানীয় সংবাদপত্রগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।