আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে গত দু’ সপ্তাহ ধরে তীব্র হাড় কাপানো কনকনে শীতের দাপটে নাকাল হয়ে পড়েছে। সেই সময় “আমরা ৮৬ এস.এস.সি ব্যাচ” এর উদ্যোগে- দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে দু’শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি-২০২৬ খ্রি.) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের উৎসব কমিউনিটি সেন্টার থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন- আমরা ৮৬ এস.এস.সি ব্যাচের বন্ধুরা মিলে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে- আমরা ৮৬’ এস.এস.সি ব্যাচ সিরাজগঞ্জের সভাপতি এস.এম. আব্দুস ছালাম মামুন, সাধারণ সম্পাদক- মনজুর শাহীন, সাবেক সভাপতি
মাহবুব এ খোদা টুটুল , সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল জুয়েল ।এছাড়া সম্পা সিরাজি, স্বপ্নাহাবিব,মিলন,মাছুদ রানা, আমজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এস.এম. আব্দুস ছালাম মামুন বলেন, সিরাজগঞ্জের আমরা ৮৬ এসএসসি ব্যাচের বন্ধুরা একটি প্ল্যাটফর্মের আমরা একত্রিত হয়েছি। এই প্ল্যাটফর্ম থেকে বৃক্ষরোপণ, বন্যায় ত্রাণ বিতরণ সহ প্রতিনিয়ত সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করি। আমরা বন্ধুরা মিলে দুইদিনের নোটিশে ২’শ কম্বল আজকে দিতে পারলাম। আমরা আরও কিছু কম্বল দিতে পারবো বলে আশা করছি। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান।