শিরোনাম
৪ দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি: বিএনপি থেকে মাহাবুব মাস্টারের পদত্যাগ; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে- বহুলীতে বিএনপির নির্বাচনী পথসভা, নারীসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত — ধর্মব্যবসায়ী একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে- বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু *ওমানের শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ পাবেন বাংলাদেশ;* শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক! ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের।
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

‍সিরাজগঞ্জের  “আমরা ৮৬ এস.এস.সি ব্যাচের উদ্যোগে  দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ / ৫৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে গত দু’ সপ্তাহ ধরে তীব্র হাড় কাপানো কনকনে শীতের দাপটে নাকাল হয়ে পড়েছে। সেই সময় “আমরা ৮৬ এস.এস.সি ব্যাচ” এর উদ্যোগে-  দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে দু’শতাধিক শীতবস্ত্র  কম্বল বিতরণ করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি-২০২৬ খ্রি.) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ  মুক্তিযোদ্ধা সংসদ ভবনের উৎসব কমিউনিটি সেন্টার থেকে  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন- আমরা ৮৬ এস.এস.সি ব্যাচের বন্ধুরা মিলে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে- আমরা ৮৬’ এস.এস.সি ব্যাচ সিরাজগঞ্জের সভাপতি   এস.এম. আব্দুস ছালাম মামুন, সাধারণ সম্পাদক- মনজুর শাহীন, সাবেক সভাপতি

মাহবুব এ খোদা টুটুল , সাংগঠনিক সম্পাদক   মনোয়ারুল জুয়েল ।এছাড়া সম্পা সিরাজি, স্বপ্নাহাবিব,মিলন,মাছুদ রানা, আমজাদ সহ আরো অনেকে উপস্থিত  ছিলেন।

এস.এম. আব্দুস ছালাম মামুন বলেন, সিরাজগঞ্জের আমরা ৮৬ এসএসসি ব্যাচের বন্ধুরা একটি প্ল্যাটফর্মের আমরা একত্রিত হয়েছি। এই প্ল্যাটফর্ম থেকে বৃক্ষরোপণ, বন্যায় ত্রাণ বিতরণ সহ প্রতিনিয়ত সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করি। আমরা বন্ধুরা মিলে দুইদিনের নোটিশে ২’শ কম্বল আজকে দিতে পারলাম। আমরা আরও কিছু কম্বল দিতে পারবো বলে আশা করছি। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর