প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৯:৩৬ পি.এম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দৈনিক সোনালী সময়ের প্রকাশক ও সম্পাদক সোহেল সরকারের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক লন্ডন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক সোনালী সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার।
আজ এক শোক বার্তায় সোহেল সরকার বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আপসহীন নেতাকে হারালো। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণে এবং দেশের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর এই প্রয়াণ দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলো।”
দৈনিক সোনালী সময় পরিবারের পক্ষ থেকে সোহেল সরকার মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আমরা এই কঠিন সময়ে তাঁর পরিবারের সদস্য এবং রাজনৈতিক অনুসারীদের ধৈর্য ধারণের শক্তি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
উল্লেখ্য যে, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সারা দেশে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩