সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক)-মোঃ সেলিম রেজা (বিএনপি), মোছাঃ মল্লিকা খাতুন (গণ-অধিকার পরিষদ), মোঃ শাহিনুর আলম (জামায়াত), শাব্বির আহমেদ তামিম (এবি পাটি), মোঃ জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ আব্দুস সবুর (স্বতন্ত্র) মোঃ নাজমুস সাকিব (নাগরিক ঐক্য)।
সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ)- মুহাম্মদ জাহিদুল ইসলাম (জামায়াত)ইকবাল হাসান মাহমুদ (বিএনপি)মোঃ মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন) এস, এম আব্দুল্লাহ আল মামুন (বাসদ) মোঃ সোহেল রানা (কমিউনিস্ট পাটি) মোঃ আনোয়ার হোসেন (কমিউনিস্ট পাটি)মোহাম্মদ মাহফুজুর রহমান (গণঅধিকার পরিষদ)। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ)-মোহাম্মদ আব্দুস সামাদ (জামায়াত), মোঃ আয়নুল হক (বিএনপি),
মোঃ ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) মুহাঃ আব্দুর রউফ সরকার (খেলাফত মজলিস), দিলশানা পারুল (এনসিপি)। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)-এম. আকবর আলী (বিএনপি) মোঃ আলমগীর হোসাইন (স্বতন্ত্র)মোঃ রফিকুল ইসলাম খান (জামায়াত)মোঃ আব্দুর রহমান (ইসলামী আন্দোলন)মোঃ হিল্টন প্রামানিক (জাতীয় পার্টি)মোঃ আব্দুল হাকিম (সিপিবি)সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী)মোঃ আলী আলম (জামায়াত),নুরুন নাবী (ইসলামী আন্দোলন),
মোঃ আমিরুল ইসলাম খান (বিএনপি), মোঃ আকবার হোসেন (জাতীয় পার্টি) গোলাম মওলা খাঁন (স্বতন্ত্র- বিএনপি ), মোঃ মতিয়ার রহমান (কমিউনিস্ট পার্টি) মোঃ ইউসুফ আলী (গণ অধিকার পরিষদ)।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)-মোঃ মোশাররফ হোসেন শহিদুল (ইসলামী ফ্রন্ট), মোঃ হুমায়ুন কবির (স্বতন্ত্র),ইলোরা খাতুন (জেএসডি),আবু জাফর মোঃ আনোয়ার সাদাত (এবি পার্টি), মোঃ শফিকুল ইসলাম (বিএনপি)
এম. এ. মুহিত (বিএনপি), মোঃ আনোয়ার হোসেন (বাসদ), মোঃ মিজানুর রহমান (জামায়াত), মো: আসাদুল হক (আম জনতার দল), মোঃ ওয়াসিক ইকবাল খান মজলিস (স্বতন্ত্র), এস,এম, সাইফ মোস্তাফিজ (এনসিপি) মিসবাহ উদ্দিন (ইসলামী আন্দোলন), মোঃ মোক্তার হোসেন (জাতীয় পাটি)। সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা এতথ্য নিশ্চিত করেছেন।