শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নব-নির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠান আমি এক সময় বিজনেস ম্যান এন্ড পলিটিশিয়ান ছিলাম—– বীরমুক্তিযোদ্ধা ইকবাল মাহমুদ  টুকু।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৫২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ৪১’তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দদের  শপথগ্রহন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

শনিবার (২৭ ডিসেম্বর- খ্রিঃ) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনের মধ্যে দিয়ে দিনব্যাপী এ আয়োজনে ছিলো- জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ,ফুলেল শুভেচ্ছা,  আলোচনা, শপথ অনুষ্ঠান, স্মারক সন্মাননা প্রদান,  জাতীয় সংগীত শিল্পীদের পরিবেশনায়    মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও  স্থানীয় নৃত্য শিল্পীদের পরিবেশনায় নৃত্য  অনুষ্ঠিত হয়। এতে খ্যাতনামা শিল্পী লুইপা, মৌসুমি, পলাশ, মীম সহ অন্যান্য সংগীতশিল্পীর সংগীত পরিবেশন করে বিমোহিত করে উপস্থিত সকলকে। 

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ  সাইদুর রহমান বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে- বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম ব্যবসা দিয়ে। আমি এক সময় বিজনেস ম্যান এন্ড পলিটিশিয়ান ছিলাম। এখন আমি ফুল পলিটিশিয়ান। আমি যখন ৭০ এর দশকে ব্যবসা করতে যাই, তখন বাংলাদেশে এত ব্যবসায়ী ছিল না। তখন আমি তরুণ ছিলাম, চ্যালেঞ্জিং কিছু না হলে আমার ভালো লাগতো না। আমার বাবা নিজে উকিল ছিলেন। তিনি আমাকে লইয়ার বানাতে চেয়েছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন, আমাকে বিলাতে পাঠিয়েছিলেন। কিন্তু আমি ব্যারিষ্টার হইনি। আমি দেশে এসে বললাম আমি ব্যবসায়ী হবো।১৯৭৭ সালে ঢাকা চেম্বার অব কমার্সের ডাইরেক্টর ছিলাম। সুতরাং আমি ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ। আজকে এই যুগে প্রযুক্তির বিশাল পরিবর্তন হয়ে গেছে ব্যবসায়ীদের সংজ্ঞাও পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষের চেয়ে প্রযুক্তির কর্মক্ষমতা বেশি। এআইকে কন্ট্রোল করার জন্য বিশ্ব চিন্তিত। এআই এমন জিনিস, সমাজ যদি ভালোভাবে ব্যবহার করতে চায় তাহলে ভালো হবে। আর সমাজ যদি খারাপ জিনিসের দিকে নিয়ে যায় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। প্রযুক্তির যেমন আবিস্কার হচ্ছে, সাথে সাথে বর্তমান সভ্যতাও হুমকির মুখে পড়েছে। এখানে চেম্বার অব কমার্সের ভূমিকা কিন্তু বিশাল। আজকে পৃথিবীতে কোন কিছু টিকতে পারে না সেখানে যদি রিসার্স এন্ড ডেভেলপমেন্ট না থাকে।ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, চেম্বার অব কমার্স শুধু সোস্যাল ক্লাব বা আড্ডা দেওয়ার জায়গা নয়, এটি হচ্ছে পরিশীলিত ব্যবসায়ীদের সংগঠন। যেখানে ব্যবসা সংক্রান্ত নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করা এবং নিজেদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ৫ আগষ্টের স্বৈরাচারি হাসিনা সরকারের পালিয়ে যাবার পর দেশে কোন সরকার ছিল না, আইন শৃংখলা বাহিনী ছিল না, তখন ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান চালানোর সাহস পায়নি। আমি নিজে তাদের সঙ্গে কথা বলে সাহস যুগিয়েছি, সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে সবকিছু স্বাভাবিক করিয়েছি।

তিনি বলেন, ব্যবসার জন্য উপযুক্ত স্থান এই সিরাজগঞ্জ। যার কারণে আমি সিরাজগঞ্জের ব্যবসায়ীদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি। সিরাজগঞ্জে বেসরকারি ইকোনোমিক জোন রয়েছে, ৫ আগষ্টের পর সেটি স্থবির হয়ে পড়েছিল। আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেটা চালু করার কথা বলেছি। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। ইকোনোমিক জোন চালু হলে সেখানে ৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। সিরাজগঞ্জে সরকারি বিসিক শিল্পপার্ক হয়েছে। সেটিরও প্লট বরাদ্দ বন্ধ ছিল। আমি বিসিকের কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্লট বরাদ্দের ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনে আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট শাকিল হায়দার রফিক সরকার, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল হামিদ তানহা প্রমূখ। এ সময়  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, হাজী মোঃ আব্দুল কাদের সেখ, লিটন সাহা, পরিচালক হাজী মোঃ  আব্দুস সাত্তার, হাজী মোঃ  জুড়ান আলী শেখ, হাজী মোঃ  একাব্বর আলী আকবর , এস.এম. তানভীর মাহমুদ পলাশ, আবু সাঈদ,  জুয়েল রানা,  আবুল হাশেম (আবু), নজরুল ইসলাম,   শ্রী সন্তোষ কুমার  কানু,   প্রদীপ কুমার  রায়, সানজিদ হাসান সিদ্দিকী,  শফিকুল ইসলাম জিন্নাহ, শরিফুল ইসলাম আলামিনসহ, এসোসিয়েট গ্রুপের আনোয়ার হোসেন সহ  নব নির্বাচিত নেতৃবৃন্দ, সুধীজন, আমন্ত্রিত অতিথি গণামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর