
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার সময় তিনি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ দলের নেতাকর্মীরা।
মনোনয়ন জমা দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকলকে অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ জানান, এ আসনে এখন পর্যন্ত একজন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, গোদাগাড়ীতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর পর্যায়ক্রমে জেলা প্রশাসক কার্যালয় ও তানোর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়েও মনোনয়নপত্র দাখিল করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩