
আজ ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডি (VGD) কার্ডধারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে নিবন্ধিত গন্ডামারা ইউনিয়নের মোট ১৩০ জন ভিজিডি কার্ডধারী নারী উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রতিবছরের ন্যায় চলতি বছরও সরকারিভাবে এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওসমান গণী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জনাব জয়নাল আবেদিন আতিক (প্রধান শিক্ষক, বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ আবদুল মজিদ (ট্যাগ অফিসার প্রতিনিধি), মোঃ ইলিয়াস হোসেন (উদ্যোক্তা) এবং গন্ডামারা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, ভিজিডি কর্মসূচি দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩