বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমীর উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ নতুন বছরকে স্বাগত জানিয়ে বাঁশখালীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গুনাগরীস্থ বাঁশখালী ডিগ্রি কলেজ রোড সংলগ্ন, মনোরম পরিবেশে অবস্থিত ও সুদক্ষ ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে পরিচালিত পেরেন্টস ড্রীম একাডেমীতে এ আয়োজন করা হয়। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে পরিচালিত এই প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ড্রীম ফাউন্ডেশনের সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় এবং ড্রীম ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মাসউদ বিন বজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পেরেন্টস ড্রীম একাডেমীর প্রধান শিক্ষক মিজানুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এজিএম জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর আলম ও রিমা আক্তার, বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসের, বিশিষ্ট সমাজসেবক আশরাফ হোসাইন, রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংক বাঁশখালী গুনাগরী শাখার ব্যবস্থাপক বাবু অলক তালুকদার, বাঁশখালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক শহিদ উদ্দীন চৌধুরী এবং ব্যাংকার মোহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পিঠা উৎসব। এতে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে নিজ হাতে তৈরি নানান রকমের পিঠা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে নিয়মিত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।