
উপজেলা এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শেষ মুহূর্তে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবি পার্টির ঠাকুরগাঁও-২ আসনের সম্ভাব্য প্রার্থী নাহিদ রানা। নির্ধারিত সময়ের একেবারে শেষ প্রান্তে মনোনয়ন ফরম তোলাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় নাহিদ রানার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা এবি পার্টির নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাঁরা একে গণতান্ত্রিক ও প্রতীকী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন, “নাহিদ রানা শেষ মুহূর্তে ফরম তুলে প্রমাণ করেছেন—তিনি সিদ্ধান্ত নেন জনগণের স্পন্দন বুঝে, সময়ের দাবি অনুযায়ী।”
মনোনয়ন সংগ্রহের আগের দিনগুলোতে নাহিদ রানা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় টানা গণসংযোগ চালান। মসজিদে নামাজ আদায়, চা-স্টল ও হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, তরুণদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। প্রচারণাকালে তিনি বারবার বলেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, এসেছি মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিতে।
তাঁর প্রচারণায় দুর্নীতিমুক্ত রাজনীতি, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, তরুণদের ভবিষ্যৎ এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীর কথা গুরুত্ব পায়। এতে করে অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠছেন বলে স্থানীয়রা মনে করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক সাড়া পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাহিদ রানাকে ঘিরে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, শিক্ষিত, সৎ ও সমাজকর্মে যুক্ত একজন প্রার্থী হিসেবে তিনি ভিন্নধারার রাজনীতির প্রতীক হয়ে উঠছেন।
এ বিষয়ে নাহিদ রানা বলেন,
এই মনোনয়ন শুধু আমার একার নয়। এটি সাধারণ মানুষের প্রত্যাশা ও বিশ্বাসের প্রতিফলন। দল যদি দায়িত্ব দেয়, ইনশাআল্লাহ জনগণের অধিকার রক্ষায় আপসহীনভাবে কাজ করব।
সব মিলিয়ে শেষ মুহূর্তের এই মনোনয়ন সংগ্রহ এবি পার্টির রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীরা।