শিরোনাম
ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরিন আক্তারের ইন্তেকাল বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ইসলামিয়া সরকারী কলেজের  এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও  ছুরিকাঘাতে হত্যা ! 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৯৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ শহরের সিএনজিতে বসে থাকা আব্দুর রহমান নামক এক  কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

 রবিবার  বিকেলে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। সে শহরের ইসলামিয়া সরকারী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে ।  

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজি চালিত অটোরিক্সায় বসেছিল কলেজছাত্র আব্দুর রহমান। এ সময় সামনে ও পিছন থেকে কতিপয় যুবক দেশীয় অস্ত্র চাপাতি ও চাকু নিয়ে সিএনজিতে থাকা আব্দুর রহমান উপর্যুপরি আঘাত করে। বেশ কয়েকটি আঘাতের পর যুবকরা পালিয়ে যায়।

কলেজ ছাত্র আব্দুর রহমানের চাচা সোহাগ ও মা জানান, বিকেলে আরমান চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয় আব্দুর রহমান অসুস্থ হাসপাতালে আসেন। এসে দেখি তাকে কোপানো হয়েছে। সে মারা গেছে।

তবে যতটুকু জেনেছি কতিপয় যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেলে হাসপাতালে ভর্তি করেছিল। তারা আরো জানান, কারা কি কারনে মেরেছে আমরা বলতে পারছি না।  

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ইতোমধ্যে এ হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তবে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর