
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত দীর্ঘদিনের অবহেলিত আলী আহমেদ সেক্রেটারি সড়কের রিটার্নিং ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বাস্তব রূপ দিতে এ উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম পেচু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা আবদুর রহিম, বিশিষ্ট চিকিৎসক ডা. মোরশেদুল আলম, দফাদার নুর মোহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, আলী আহমেদ সেক্রেটারি সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে সড়কটি ভাঙনের মুখে পড়ে চলাচলের অযোগ্য হয়ে উঠত, ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। রিটার্নিং ওয়াল না থাকায় সড়কের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান আবুল কালাম বলেন, “এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। এই সড়কের রিটার্নিং ওয়াল নির্মাণ হলে ভাঙন রোধ হবে এবং সড়কটি দীর্ঘস্থায়ী হবে।
পর্যায়ক্রমে এলাকার অন্যান্য অবহেলিত সড়কের উন্নয়নেও কাজ করা হবে।” এই কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য মান্যবর নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য নুরুল ইসলাম পেচু বলেন, “এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে যে কাজ শুরু হলো, তা দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
এলাকাবাসী জানান, এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকার সার্বিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩