
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার আওতাধীন ১২ নং ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ফারহান সভাপতি এবং গোলাম রসুল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ঘোষিত কমিটির গুরুত্বপূর্ণ পদসমূহ:
সভাপতি:
ফারহান
সিনিয়র সহ-সভাপতি:
তৌফিকুল আলিফ আরিফ
সহ-সভাপতি:
কাউসার প্রামাণিক, তাজমিলুর তাজিম, মনিরুল ইসলাম, ইমন হাসান, রিয়াদ হোসেন, তৌফিকুল ইসলাম আলিফ, সিয়াম হাসান বিও, সাব্বির হোসেন, রিমন হাসান সনু
সাধারণ সম্পাদক:
গোলাম রসুল
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক:
হাসিন শাহাদ সোহেব
যুগ্ম সাধারণ সম্পাদক:
ইসতিয়াক নুর আহম্মেদ পিয়াস, নুর রিফাত, সাদমান রহমান, সাকিন প্রমাণিক, মাহবুব হোসেন মোহন, আল আমিন, সাইফ রেজা, নাফসি ইসলাম, হুমায়ন আলী, শাওন
সহ-সাধারণ সম্পাদক:
শাহরিয়ার হোসেন শুভ, সোহান, তৌসিফ, সিহাব ইসলাম, ইসরাইল হোসেন ইমন, মশিউর জামান বর্শন, মোহান হাসান
সাংগঠনিক সম্পাদক:
তৌহিদ ইকবাল তামিম, রিপন সরকার, আদিত্য সরকার, অনিক মাহমুদ, মাহি, তানভীর, আতিকুর রহমান সজল
দপ্তর সম্পাদক:
মোমিনুল ইসলাম
সহ-দপ্তর সম্পাদক:
মেহেরাব হোসেন দ্বীপ
প্রচার সম্পাদক:
জোনায়েদ হাসান জিতু
সহ-প্রচার সম্পাদক:
তানভীর সরকার
ধর্ম বিষয়ক সম্পাদক:
সোহেব হাসান মাহি
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক:
স্বপ্ন হোসেন রাতুল
ক্রীড়া বিষয়ক সম্পাদক:
রিফাত
সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক:
সাকিবুল ইসলাম ফাহিম
সদস্য:
সিজান শাহরিয়ার, রাব্বি, বোরহান হুদা স্নিগ্ধ, সাজ্জাদ সাদ, মেসকাত, তৌওসিন
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ছাত্রদলকে আরও সক্রিয়, শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩