চট্টগ্রামের বাঁশখালী উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজমুক্ত করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে বাঁশখালী থানা পুলিশ। থানায় যোগদানের পর থেকেই নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় একের পর এক সফল অভিযান পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ওসি খালেদ সাইফুল্লাহ দায়িত্ব গ্রহণের পর অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বাঁশখালী থানা পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এতে করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন শীলকুপ ইউনিয়নের টাইম বাজার এলাকায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দুইজন মাদকসেবীকে আটক করে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১) জয় কুমার দাশ (২৩), পিতা- আশীষ দাশ, সাং- পশ্চিম নাপোড়া, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম।
২) সুদীপ্ত দাশ (২০), পিতা- সুকুমার দাশ, সাং- টাইম বাজার, শীলকুপ, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম।
মোবাইল কোর্টের মাধ্যমে উভয় আসামিকে অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের বিধি মোতাবেক কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী জানান, ওসি খালেদ সাইফুল্লাহর কঠোর ও নিরপেক্ষ নেতৃত্বে বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকলে বাঁশখালী একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসী বাঁশখালী থানার এই কার্যক্রমের জন্য অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।