

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন পোরজনা ইউনিয়নের পোরজনা বাজারের পশ্চিমে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত কানযুল ঈমান মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আরবির পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত কানযুল ঈমান মডেল মাদ্রাসা।
কানযুল ঈমান মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করেন পীরে তরিকত,ফোকারায়ে ওয়ারেছ ও আওলাদে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইমাম সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী (তারেক পীর কিবলা) প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ হোসাইন সহিদ সোহরাওয়ারদী এ.পি.পি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত শাহজাদপুর, সাবেক অধ্যাপক ঘোড়াশাল সাহিত্যক বরকতউল্লাহ ডিগ্রি কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক সিরাজী, খাদেম পোতাজিয়া আফসারিয়া হাকিমীয়া দরবার শরীফ, মাওলানা ইমান আলী আনছারী,মুদারেস জগতলা দাখিল মাদ্রাসা, মাওলানা আব্বাস আলী সিরাজী, মুদারেস আফসারিয়া হাকিমীয়া সুন্নিয়া মাদ্রাসা, পোতাজিয়া, মাওলানা মোহাম্মদ শাহাদাৎ হোসেন মুখতারী,,নারুয়া, মোহাম্মদ আব্দুর রউফ সাবেক সাধারণ সম্পাদক পোরজনা ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক জামিরতা ডিগ্রি কলেজ, মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রাং বড় মহারাজপুর সহ এলাকার সুশীল সমাজের গুনীজনরা।
মোঃ ময়নাল হক
দৈনিক প্রমথ আলো
শাহজাদপুর সিরাজগঞ্জ
তাং ২৩/১২/২০২৫
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩