২৩ ডিসেম্বর ২০২৫ ইং
রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-2 অভিজানের অংশ হিসেবে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম মুন জানান, গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় একাধিক মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ মিলন পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে প্রভাবশালী ছিলেন এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন ও অন্যতম আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত ছিলেন।