শিরোনাম
শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠশ্রেণীর প্রথম নবীন-বরণ নতুন ভর্তিকৃত ৩৬০জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের খোকশবাড়ীতে  রোল মডেল ফেয়ার-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১০৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

নারীর অর্থনৈতিক অংশগ্রহণে নতুন অনুপ্রেরণা

‘’হলে নারীর ক্ষমতায়ন, হবে দেশের উন্নয়ন”-এই শ্লোগানকে সামনে রেখে- সিরাজগঞ্জের খোকশবাড়ীতে  রোল মডেল ফেয়ার-২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত হয়। এতে  স্কুলের শিক্ষার্থী, নারী কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ও সদর উপজেলার চারটি ইউনিয়নের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে   খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী হাইস্কুল মাঠে- ‘রুরাল অ্যাডভাইজারী সার্ভিসেস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায়  জার্মান ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনোমিক কো-অপারেশনের এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর অর্থায়নে, ওয়েল্টহাঙ্গারহিলফি বাংলাদেশ এর কারিগরি সহায়তায় উত্তরণ এবং এফআইভিডিবি’র  উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। খোকশাবাড়ী হাইস্কুলের 

 ম্যানেজিং কমিটি’র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সিরাজগঞ্জের   উপ-পরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান,  কৃত্রিম প্রজনন, সিরাজগঞ্জের উপ-পরিচালক ডা. মোহাম্মদ আবু হানিফ,

বারটান  সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. আঃ মজিদ, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আমির হামজা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  মোঃ সাইদী রহমান, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন  ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম । 

প্রকল্প সমন্বয়কারী এফআইভিডিবি নুরুল ইসলাম সভা পরিচালনা করেন। মেলায় এডভোকেসি কো-অর্ডিনেটর (উত্তরণ) মোঃ সাইদুর রহমান প্রকল্প সম্পর্কে আলোচনা করেন । এ মেলায় নারীর ক্ষমতায় নিয়ে কথা বলেন নানান স্তরের বক্তারা। তারা  বলেন, নারীর ক্ষমতায়ন একটি চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে নারীরা ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করে। 

তাঁরা আরও বলেন, প্রকল্পের আওতায় ১০০ নারী সিএসপি এর মাধ্যমে ৩০০০ গ্রামীণ নারী কৃষকদের  জন্য শাক-সবজি উৎপাদনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহজ করার পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মাধ্যমে নারীরা কৃষি উৎপাদন বৃদ্ধি, বাজারজাত করনের মাধ্যমে কৃষি অর্থনীতিতে অবদান রাখছেন। ফলে নারীরা নিজেদের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা স্টলের মাধ্যমে নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া সিএসপিরা তাদের এগিয়ে যাবার ক্ষেত্রে চ্যালেন্জসমূহ তুলে ধরেন এবং প্রকল্পের মাধ্যমে তাদের জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর