

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার ঘটনায় অতিদ্রুত খুনীদের বিচারের দাবিতে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা
“তুমি কে, আমি কে—হাদি হাদি”,
“দিল্লি না, ঢাকা—ঢাকা ঢাকা”,
“আপোষ না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ঘণ্টাব্যাপী চলা এ প্রতিবাদ মিছিলে বক্তারা বলেন, শরীফ উসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক। তাকে প্রকাশ্যে গুলি করার ঘটনা প্রমাণ করে দেশে এখনো সন্ত্রাস ও হত্যার রাজনীতি সক্রিয় রয়েছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
২৩/১২/২৫
০১৭১২৩৯৩০৯৭
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩